শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিয়ানমারে বন্যায় ডুবে গেছে ৫০ গ্রাম, ১৭০০ একর ফসল ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। চলতি সপ্তাহে দেশটির সেদওয়াজি বাঁধ ভেঙে বন্যার প্রকোপ দেখা দেয়। এতে অন্তত ৫০ গ্রাম পানির নিচে চলে গেছে।

মিয়ানমার টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, সেদওয়াজি বাঁধ ভাঙার ফলে মান্দালয় অঞ্চলের মাদায়া শহরের ৫০টি গ্রাম ডুবে যায়। আর ফসল ধ্বংস হয় ১৭০০ একর জমির। যাতে কৃষকরা নানারকম ফসল বুনেছিলেন।

স্থানীয়রা বলেছেন, ১৪ অক্টোবর থেকে বন্যা শুরু হয়। ধীরে ধীরে অবস্থা বেগতিক হতে থাকে। তারা জানায়, ২০১০ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ বন্যা।

A banana plantation that was submerged in the flood. Kyaw Ko Ko/The Myanmar Times

এ বন্যার ফলে মাদায়া শহরের ৫৮০ জন কৃষক ও ১৩০০ মানুষ তীব্র সংকটে পড়বে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

গ্রামবাসীরা জানান, এ অঞ্চলের জীবিকা নির্বাহের জন্য কয়েক ধরনের ফসল বুনে থাকে কৃষকরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পান। এছাড়াও কলা ও মটরশুটি চাষ করে থাকে অনেক কৃষক।

শহরের বাসিন্দা কো জাওয়া জানান, এ অঞ্চলে তৃতীয়বারের মতো এমন বন্যা হলো। চলমান বন্যায় ফসলি জমিগুলো ডুবে গেছে। পানের প্রায় অর্ধেক বরজ ডুবে গেছে। রাস্তাগুলোও নতুনভাবে তৈরি করতে হবে।

মূল খবর : 50 villages, 1700 acres of land destroyed after Sedawgyi Dam overflows in Mandalay Region


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ