রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে; উবায়দুর রহমান খান নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে। ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সংগঠনের কাজেও মনোযোগী হতে হবে ।

আজ রোজ বুধবার (১৮ অক্টোবর’১৭ইং) বিকাল ৩ টায় ফটো জার্নালিস্ট মিলনায়তনে  বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত  কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুর রহমান খান নদভী এ কথা বলেন।

তিনি আরো বলেন, আকাবিরে দেওবন্দ এর হাতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ভিত্তি রচিত হয়েছিল। এটি লোকবল ও অনুষ্ঠান সর্বস্ব তৎপরতা প্রদর্শনীর গতানুগতিক ধারার কোন সংগঠন নয়। শান্তিময় সমাজবিনির্মাণে একদল যোগ্য, নিবেদিতপ্রাণ, খোদাভীরু আদর্শ মানুষ গড়ার লক্ষ্যেই এ সংগঠনের অভিযাত্রা।

সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল আজিজ এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মাদ নুরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আল আমিন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি মির্জা ইয়াসিন আরাফাত, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক আবদুর রহমান, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন।

তিনি আরো বলেন, ছাত্রসমাজ লোকবল ও অনুষ্ঠান সর্বস্ব তৎপরতা প্রদর্শনীর গতানুগতিক ধারার কোন সংগঠন নয়। শান্তিময় সমাজবিনির্মাণে একদল যোগ্য, নিবেদিতপ্রাণ, খোদাভীরু আদর্শ মানুষ গড়ার লক্ষ্যেই এ সংগঠনের অভিযাত্রা। এ সংগঠনের রয়েছে গৌরবময় সোনালী অতীত, ঈমানী চেতনা ও আদর্শিক কর্মসূচী। অনেক বাধার পাহাড়ডিঙ্গিয়ে দ্বীনের মশালবাহী তরুণদের প্রাণের এ সংগঠন ১৯৬৯ সাল থেকে তার দীপ্ত বিচরণ অব্যাহত রেখেছে। ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের নিষ্ঠা ও দক্ষতার সাথে সেই লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। তাই ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সংগঠনের কাজেও মনোযোগী হতে হবে।

এছাড়াও উপস্তিথ ছিলেন ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর সহ-সভাপতি জি এম মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ তারেক জামিল, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, ওয়ারী থানার সভাপতি হাফেজ মোঃ আলিফ হোসেন, হাজারীবাগ থানার সভাপতি এমদাদুল্লাহ, আজিজুল ইসলাম শিবলী, হামিদুর রহমান, ইসহাক আল ফরিদী, মোঃ শরিফ মাহমুদ, শহিদুল ইসলাম, শাহরিয়ার সাইফী, মোঃ বরকতুল্লাহ সাইফীসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ ।

আরএম

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ