আওয়ার ইসলাম: জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক, আল্লামা সুলতান যওক নদভী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা জসীম উদ্দীন নদভী পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা দিয়েছে ‘কওমী মাদরাসা ছাত্র পরিষদ বাংলাদেশ’।
সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্বদ্যিালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১০ অক্টোবর রাতে জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার কনফারেন্স হলে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় কওমী মাদরাসার আলেম ও ছাত্রদের প্রতি আহবান জানিয়ে ড. জসীম উদ্দিন নদভী বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী নেয়ার ক্ষেত্রে কওমী মাদরাসা পড়ুয়াদের এগিয়ে আসতে হবে। দেশের নেতৃত্বে সমাসীন হতে হবে কওমী আলেমদের। সাথে সাথে বরাবরের ন্যায় মানবসেবায় এগিয়ে আসতে তরুণ মাদরাসা শিক্ষার্থীদেরও।
সংবর্ধনা অনুষ্ঠানে ড. মাওলানা জসীম উদ্দিন নদভীকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ও ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি কওমী মাদরাসা ছাত্র পরিষদ বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় কওমী মাদরাসা ও মাদরাসা পড়ুয়া অসহায়-মেধাবীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এতে উপস্থিত ছিলেন, কওমী মাদরাসা ছাত্র পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর সভাপতি মাওলানা ওসমান কাসেমী, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাহমুদ মুজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর সহসভাপতি মাওলানা আতিক ইউসুফ, মহানগর সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ নোমান, মহানগরের অন্যতম ছাত্রনেতা সাআদ সাদেক, মহানগর প্রচার সম্পাদক মাওলানা কফিল উদ্দীন, নগর সহ প্রচার সম্পাদক জুনাইদ, নগর সদস্য মাওলান মুনীর উদ্দীন, হাসনাত প্রমুখ।
‘বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রীর ক্ষেত্রে মাদরাসা পড়ুয়াদের এগিয়ে আসতে হবে’