মুজাহিদুল ইসলাম : অনেক মশা মারতে কামান দাগানোর মতোই। এবার পিঁপড়া হত্যার প্রতিবাদে মামলা দায়ের করেছে এক সৌদি নাগরিক। তিনি ইচ্ছাকৃতভাবে পিপড়া হত্যা করায় প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
বাদীর দাবী তার প্রতিবেশী যা করেছে, তা ইসলামী মূল্যবোধ বিরোধী। কারণ, পিঁপড়া আল্লাহর তত্ত্বাবধানে জীবিত ছিল, তার জীবিত থাকার অধিকার রয়েছে।
তিনি বিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিচারক মামলা গ্রহণ করে বাদীকে বলেন, আপনার প্রতিবেশী যে পিঁপড়াকে হত্যা করেছে, তার পিতা আপনাকে উকিল নিযুক্ত করেছে, এ-মর্মে কোন ডকুমেন্ট তো দেখছি না। উপরন্ত বিবাদী বা তার উকিলের অনুপস্হিতিতে তো আমি মামলা চালাতে পারি না।
তারপর বিচারক বাদীকে পিপড়ার পিতা তাকে উকিল নিযুক্ত করেছে, এ-মর্মে ডকুমেন্ট উপস্হাপন করতে বলে এবং তারপরই তিনি বিবাদীর বিচারের বিষয় বিবেচনা করবেন বলে জানান। এ-পর্যায়ে বাদী কোন উত্তর না-দিয়ে আদালত কক্ষ ত্যাগ করে।
সূত্র : স্পুটনিক