রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ঢাবি ক্যাম্পাসে আন্দোলন করতে পারবে না ৭ কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বপ্রকার আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাবি কর্তৃপক্ষ। ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে’ই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার এমন নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

আজ (বৃহস্পতিবার) সকালে অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন। চতুর্থ বর্ষের সমাপনী ফল প্রকাশের দাবিতে এ সংবাদ সম্মেলন করতে আসে তারা।

৯ মাস পার হলেও ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফল প্রকাশ হয়নি।

প্রক্টর আমজাদ জানিয়েছেন, অধিভুক্ত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শুধুমাত্র একাডেমিক। তারা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, হল, পরিবহন সংক্রান্ত কোনো সুবিধা পাবে না। অধিভুক্ত শিক্ষার্থীদের যদি কোনো সমস্যা থাকে তাহলে নিজ নিজ ক্যাম্পাসে সমাধানের জন্য তারা কাজ করবে। এরপর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে। বিষয়টা পদ্ধতি মেনেই হতে হবে।

ঢাবি প্রক্টর আরও জানান, সাত কলেজ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও ১০৪টি অধিভুক্ত কলেজ রয়েছে। তারা কখনও মধুর ক্যান্টিনে আন্দোলন করতে আসেনি। তারা আন্দোলন করেছে নিজেদের ক্যাম্পাসে।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ