এ এস এম মাহমুদ হাসান: রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের আলামত পেয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। অবিলম্বে, জাতিসংঘকে দেশটির ওপর অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে তারা।
সংগঠনটির লিগ্যাল এন্ড পলিসি ডিরেক্টর জেমস রস জানান, মিয়ানমার সেনাবাহিনীর বিরূদ্ধে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর হামলা, ধর্ষণ, হত্যা ও জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার প্রমাণ পেয়েছে তারা।
এদিকে, সোমবার, সাধারণ পরিষদের সমাপনী অনুষ্ঠানে আবারও জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করেন, জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি হাউ ডো সুয়ান। সুষ্পষ্ট প্রমাণ দেয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের, ব্যাপক পর্যালোচনার পরই ফিরিয়ে নেয়া হবে বলে জানান ডো সুয়ান।
বর্তমানে, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ ৮০ হাজার রোহিঙ্গা। গত ২৫ আগস্ট বার্মা সেনারা তথকথিত অথিযোগে অপারেশন শুরু করলে ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে আসে।
সূত্র - আল জাজিরা