আওয়ার ইসলাম : মিয়ানমার সেনাবাহিনীর হাতে শহিদ রোহিঙ্গাদের জন্য আয়োজিত প্রার্থনা সভায় সকলকে আমন্ত্রণ জানানোর ‘অপরাধে’ বহিষ্কার করা হয়েছে বিজেপি নেত্রী বেনজির আরফান। তিনি ভারতীয় জনতা মজদুর মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য।
স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড মাইনরিটি পিপলস ফোরাম মায়ানমারে নিহত রোহিঙ্গাদের জন্য গতকাল ফ্যান্সি বাজারে প্রার্থনা সভার আয়োজন করে।
বেনজির দলের ফেসবুক পেজে ওই সভায় সকলকে যোগ দেওয়ার জন্য আহবান জানিয়ে পোস্ট দেন।
এ অভিযোগে আসাম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া বেনজিরকে বহিষ্কার করেন এবং তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেন।
তিনি বলেন, দলের সঙ্গে কোনও আলোচনা না করে, দলের নীতি-আদর্শের তোয়াক্কা না করে, মিয়ানমারের ঘটনা নিয়ে অন্য সংগঠনের হয়ে কর্মসূচির কথা এ ভাবে পোস্ট করে নিময় ভেঙেছেন বেনজির।
এ নিয়ে বেনজিরের অভিযোগ, দলীয় সভাপতি রঞ্জিৎ দাসের দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁর বিরুদ্ধে কড়া হল দল। তিনি ভুল করে ওই বার্তায় ‘প্রতিবাদী অনশন’ লিখেছিলেন এবং শেষ পর্যন্ত ওই কর্মসূচিতে যোগও দেননি।
সূত্র : আনন্দবাজার