আওয়ার ইসলাম: মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ষ্টুডেন্ট রাইটস বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উত্তরার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীরা।
মানববন্ধনটি দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১টায়।
উপস্থিত ছিলেন স্টুডেন্ট রাইটস বাংলাদেশের মুখপাত্র মুহাম্মদ রিয়াদ মোর্শেদ, রাহাত ইসলাম, ঐশীস্বর শিল্পী এম এ রফিকুল্লাহ, অধিকার কর্মী মু.নাজমুল হাসানসহ বিভিন্ন ইসলামিক ও অধিকার সংঠনের নেতৃবৃন্দ।
স্টুডেন্ট রাইটস বাংলাদেশ এর মুখপাত্র মুহাম্মদ রিয়াদ মোর্শেদ বলেন, ‘এই সংকট শুধু রোহিঙ্গাদের সংকট নয়, এ সংকট এখন প্রতিটা বাংলাদেশী নাগরিকের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঠিক সেই ভাবেই কঠোর উদ্যোগ নিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তার সাথে নিজ ভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য মায়ানমারের উপর কুটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। এ বিষয়ে সকল দল মত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে।