ইবাদ বিন সিদ্দিক : সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবািহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র সিনিয়র মুহাদ্দিস ও সহকারি শিক্ষাসচিব আল্লামা মুফতী তালিবুদ্দীন [কাতিয়া হুজুর] আর নেই।
আজ সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় সিলেট ইবনে সিনা হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মুফতি তালিবুদ্দীন দীর্ঘ দিন সিলেট শহরস্থ ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষাসচিব ছিলেন। জামিয়া দারুল কুরআন সিলেটেও এক বছর মুহাদ্দিস হিসেবে খেদমত আঞ্জামা দিয়েছেন। ২০১৫ সাল থেকে আমৃত্যু জামেয়া রেঙ্গার মুহাদ্দিস, সহকারি শিক্ষাসচিব ও হোস্টেল সুপারের দায়িত্ব পালন করেন। এছাড়াও সিলেটের বেশ ক’টি মাদরাসায় খণ্ডকালীন হিসেবে হাদীসের বিভিন্ন কিতাবের দারস দিতেন। তানজিমুল মাদারিস সিলেট বিভাগের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বও পালন করেছেন।
মাওলানা তালিবুদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। তিনি পাঁচ ছেলে, ১ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দেশ-বিদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে। তিনি জামেয়া রেঙ্গার একজন নিবেদিতপ্রাণ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত মাদরাসা শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। দেশ-বিদেশে তার হাতেগড়া হাজার হাজার ছাত্র হাদিসের চর্চা ও গবেষণায় রত আছেন।
মাদরাসা সূত্রে জানা গেছে, কাতিয়া হুজুরের জানাযা আজ রাত ৯টায় সিলেট গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে হুজুরের ছাত্র-শিক্ষকসহ সকল ধর্মপ্রাণ মুসলামনদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।