শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

দারুল উলুম দেওবন্দে ইংরেজি বিভাগের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী, দারুল উলুম দেওবন্দ, ভারত

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ইংরেজি বিভাগের উদ্যোগে প্রতিবছরের মতো এবার অনুষ্ঠিত হলো ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা৷

আজ শনিবার দারুল উলুম দেওবন্দে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় ‘ইসলামের প্রচার প্রসারে ইংরেজির প্রয়োজনীয়তা’ বিষয় নির্ধারণ করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেওবন্দের ইংরেজি ডিপার্টমেন্টের সকল ছাত্ররা৷

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের ইংরেজি ডিপার্টমেন্টের প্রধান পরিচালক মুফতি আফজাল হুসাইন কাসেমি এবং দেওবন্দস্থ ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি প্রফেসর মুফতি আবদুল্লাহ কাসেমি৷

মুফতি আফজাল হুসাইন কাসেমি ছাত্রদের উদ্দেশ্যে বলেন ইংরেজি ভাষার মাধ্যমে আমরা আমাদের ধর্মকে আরো বেশি লোকের নিকট পৌঁছাতে পারবো৷ আরো উপযুক্ত পদ্ধতিতে ইসলামকে মানুষের সামনে পেশ করতে পারবো৷ ভিন্ন ভিন্ন ভাষা এটা তো আল্লাহ প্রদত্ত এক নেয়ামত৷

তিনি আরো বলেন আমরা যে ভাষাই শিখবো নিপুণ ভাবে শিখবো৷ নতুন নতুন টেকনোলজির কারণে বর্তমানে সবকিছু আয়ত্ব করা অনেক সহজ৷ এসকল টেকনোলজির ইতিবাচক ব্যবহার আমাদের জীবনে বয়ে আনতে পারবে আরো অধিক সাফল্য৷

মুফতি আবদুল্লাহ কাসেমি বলেন দারুল উলুম দেওবন্দ যেমন ইখলাস ও লিল্লাহিয়াতের জন্য প্রতিষ্ঠিত। অনুরূপ এর ইংরেজি ডিপার্টমেন্টও ইখলাস ও লিল্লাহিয়াতের জন্য প্রতিষ্ঠিত৷ সারা বিশ্বে এখন ইংরেজির চাহিদা প্রচুর৷ তাই যুগোপযোগী ইংরেজি দক্ষ আলেমেরও খুব প্রয়োজন আজ সমাজে৷ আমরা যে পথেই পা বাড়াই ইসলামের প্রচার-প্রসারের নিয়তেই আমাদের পা বাড়ানো উচিত৷ তাই ইসলামের প্রচার-প্রসার ও কল্যাণের প্রতি লক্ষ্য রেখে ইংরেজি শিখাও আমাদের কর্তব্য৷

বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি এবং ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক মাওলানা তাওকির আহমেদ কাসেমি প্রোগ্রামের শুরুতে স্বাগত বক্তব্যে সকল মেহমানকে স্বাগতম জানান এবং সংক্ষিপ্তভাবে নিজের বক্তব্য পেশ করেন৷

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মুহাম্মদ জাকারিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ জাবের এবং তৃতীয় স্থান অধিকার করেন মুহাম্মদ আদেল মানসুরপুরি৷

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ইংরেজি ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকগণসহ মাওলানা আব্দুল মালেক বিজনুরী এবং মাওলানা আব্দুল হামিদ ইউসুফী৷

সর্ব শেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় উক্ত সভা৷ সমাপনী দোয়া মোনাজাত করেন দেওবন্দের বর্তমান নাজেমে তালিমাত মুফতি আফজাল হুসাইন কিমওয়ারি৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ