আওয়ার ইসলাম : আজ সোমবার (২১ আগস্ট) কওমি শিক্ষা কমিশন আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর স্বীকৃতি বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী বছর হাইআতুল উলয়ার পরীক্ষার তারিখ পরিবর্তনসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।
মতিঝিলে হাইয়াতুল উলয়ার অফিসে সকাল ১০টায় মিটিং অনুষ্ঠিত হয় এবং দুপুর ১.৩০ মিনিটে শেষ হয়।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী বছর হাইয়াতুল উলয়ার পরীক্ষা ৮ শাবান শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
কুড়িগ্রামে বন্যার্তদের খাবার দিচ্ছে কয়েকটি কওমি মাদরাসা
এছাড়াও হাইআতুল উলয়ার অফিস পরিবর্তন করে বড় ও খোলামেলা জায়গায় নিয়ে যাওয়া, লিঁয়াজো কমিটির সম্প্রাসরণ ও অনলাইন কার্যক্রম শক্তিশালী করতে অ্যাপস ও সফটওয়্যার নির্মাণ বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় নি বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাইআতুল উলয়ার দফতর সম্পাদক মাওলানা মুহাম্মদ অছিউর রহমান।