ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে চলমান ফাজিল স্নাতক পরীক্ষার (২০১৬) বিভিন্ন বর্ষের ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪ দিনের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আযাদ আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত রবি, সোম, মঙ্গল ও বুধবারে ফাযিল বিভিন্ন বর্ষের যে সব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে ঈদুল আযহা’র ছুটির পর ১১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এ স্থগিতাদেশ জারি করেন।
উল্লেখ্য, ফাযিল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে জানা যাবে।