আওয়ার ইসলাম : একজন ডেমোক্রাট মার্কিন কংগ্রেসম্যান তার অফিসে মুসলিম নারীর আদলে আঁকা স্ট্যাচু অব লিবার্টির ছবি ঝুলিয়েছেন। তিনি তার ক্যালিফোর্নিয়া অফিসে এ ছবি টানিয়েছেন।
মুসলিম নারীর আদলে আঁকা এ ছবি ঝোলানোর পর আমেরিকায় আলোচনা ও সমালোচনা হচ্ছে।
সাধারণ মানুষ তার উদ্যোগকে মুসলিমদের প্রতি সহানুভূতি প্রকাশ হিসেবে দেখছেন।
তবে সমালোচনা করছেন অনেকেই। রিপাবলিকান কংগ্রেসম্যান সারাহ পলিনসহ অনেকেই তার এ উদ্যোগের সমালোচনা করেছেন।
আমেরিকায় বাড়ছে ‘মুসলিম পরিচিতি’ ওয়েবসাইটের জনপ্রিয়তা
তারা বলছেন, এর মাধ্যমে স্ট্যাচু অব লিবার্টির বিকৃতি ঘটেছে এবং এতে মুসলিমরা আরও প্রশ্রয় পাবে।
ছবিটি টানিয়েছেন কংগ্রেসম্যান ক্যারেয়া। তিনি বলেন, ‘আপনি বিষয়টিকে নারী সংক্রান্ত ধরতে পারেন। বিশেষত একজন মুসলিম নারী। যে তার দেশ নিয়ে গর্ব করেন।’
তিনি জানান, এ ছবি সরানোর কোনো ইচ্ছে তার নেই।