শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

দেওবন্দে তাবলীগ জামাতের কার্যক্রম স্থগিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারতের দারুল উলুম দেওবন্দে মুহতামিমের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে মারকায নিযামুদ্দীনে চলমান দুই পক্ষের সংকটের কথা বিবেচনা করে দেওবন্দের ভেতর তাবলিগ জামাতের সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংকট নিরসনের আগে দারুল উলুমের শিক্ষার্থী তাবলিগ জামাতের কাজ থেকে বিরত থাকতে কড়া নির্দেশনাও জারি করেছে প্রতিষ্ঠানটি। তবে দেওবন্দের মসজিদে ছাত্তায় যদি কোনো জামাত আসে তাতে কোনো বাধা দেয়া হবে না৷

এ নির্দেশের কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে নিজামুদ্দীন মারকাযে ‘আমির’ ও ‘শুরা পদ্ধতি’ নিয়ে বিবাদ চরমে পৌঁছেছে৷ তার প্রভাব বিভিন্ন মাদরাসার ছাত্রদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে৷ দেওবন্দেও এ নিয়ে ছাত্রদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে৷ আর এটা ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করছে৷ যা দারুল উলুমের জন্য খুবই ক্ষতিকর বিষয়ে পরিণত হবে৷ যতোদিন পর্যন্ত মারকাযের চলমান বিবাদ না মিটবে ততোদিন দেওবন্দে তাবলিগের কাজ বন্ধ থাকবে৷

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মুম্বাইয়ের একজন যিম্মাদার মুফতি সাইদ আহমদ পালনপুরীর কাছে ফোন করলে তিনি বলেন, বর্তমান সময়ের নাযুকতার প্রতি লক্ষ্য রেখেই দেওবন্দ ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ যতোদিন তারা (মারকাযের যিম্মাদারগণ) সংকট সমাধান না করবে ততোদিন এ সিদ্ধান্ত বহাল থাকবে৷’

এদিকে সন্ধ্যায় দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশে বিশ্ববাসীর অবগতির জন্য বলা হয়েছে, ‘নিযামুদ্দীন মারকাযে দুই গ্রুপের চলমান সংকটের সাথে দারুল উলুম দেওবন্দের নূন্যতম সম্পর্ক নেই৷ কিছু দীনি ভাই বলতে চেষ্টা করছেন, নিজামুদ্দীনের বাংলাওয়ালী মসজিদের সংকটের সাথে দেওবন্দেরও সংশ্লিষ্টতা আছে৷ যা সম্পূর্ণই ভুল ধারণা৷ বরং দেওবন্দ আগেও আন্তরিকতার সাথে বলেছে, এখনো বলছে চলমান সংকট তাবলিগ জামাতের ভেতরগত বিষয়৷ এর সমাধান তাবলিগের আকাবির মুরুব্বীদেরই করতে হবে৷’

অপরদিকে আজ বাদ মাগরিব দেওবন্দে মসজিদে রশিদে ছাত্রদের মজলিস ডেকে উপরোক্ত ঘোষণা শোনানো হয় এবং এর সুনির্দিষ্ট কারণও তুলে ধরা হয়৷ ছাত্রদেরকে তাবলিগের তাশকিল, গাশতসহ মাদরাসার মধ্যে সব প্রকারের কাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়৷ ওই মজলিসে বক্তব্য রাখেন, দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানি, শায়খুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরী ও মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানি৷ এছাড়াও অন্যান্য উস্তাদগণ এসময় উপস্থিত ছিলেন৷

যে কারণে সামাজিক কর্মসূচিতে মনোযোগী হচ্ছে ইসলামি দলগুলো?
তসলিমার নাস্তিকতা ও শাবানার ডিগবাজি
৪ দাবিতে মাঠে নামছে হেফাজত; ১৮ আগস্ট পল্টনে বিক্ষোভ

===================================

লেখালেখিতে আগ্রহী বন্ধুদের জন্য সুখবর

লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহীদের জন্য আওয়ার ইসলামের অনন্য উদ্যোগ। অভিজ্ঞ লেখক ও সাংবাদিকদের তত্ত্বাবধানে দক্ষ কর্মী গড়ে তুলতেই এ আয়োজন। বলা ও লেখায় স্মার্টনেস আনতে স্বল্প সময়ে আপনার জন্য উপযোগী মাধ্যম।

(৩০ জন থেকে সেরা ১০ জনকে ইউটিউবে কাজের প্রশিক্ষণ দেয়া হবে)

 মেয়াদ : ৩ মাস। ২০ টি ক্লাস। প্রতিটি ক্লাসের সময় ২ ঘণ্টা।
 ভর্তির সময় : ২ আগস্ট থেকে ১১ আগস্ট।
 ক্লাসের সময় : প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা।
 ক্লাস শুরু : ১১ আগস্ট শুক্রবার, সকাল ৮টা।
 কোর্স ফি : ১৫০০/- (পনেরশ’ টাকা, এককালীন)
 আসন সংখ্যা : সর্বোচ্চ ৩০ জন।

 ক্লাসের বিষয় : ১. ছোট ছোট রচনা ২. রচনা পর্যালোচনার প্রাথমিক নিয়ম ৩. লেখালেখির প্রাথমিক নিয়ম কানুন ৪. অনুবাদের অনুশীলন ৫. সংবাদ লেখার নিয়ম ও কলাকৌশল ৬. প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে কাজের অনুশীলন ৬. হিফজুন নুসুস ৭. সংবাদপত্রের সামগ্রিক ধারণা ৮. ফিচার ও প্রতিবেদন তৈরি ৯. সম্পাদনা।

 প্রশিক্ষক
মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস লেখক ও অনুবাদক
আহমদ সেলিম রেজা, সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রতিদিন
মীর মাসরুর জামান রনি, বার্তা সম্পাদক, চ্যানেল আই
আইয়ুব বিন মুঈন, লেখক ও ভাষাবীদ
জহির উদ্দিন বাবর, সভাপতি বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
হুমায়ুন আইয়ুব, সম্পাদক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

 কোর্স তত্ত্বাবধান
মুহাম্মদ আমিমুল ইহসান
প্রধান সম্পাদক, আওয়ার ইসলাম

 কোর্স পরিচালক
রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক আওয়ার ইসলাম

 আওয়ার ইসলামের ফেসবুক পেইজের ইনবক্স বা ইমেইলে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম ১০০ টাকা। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করার পর ফরম পাঠিয়ে দেয়া হবে।

 ক্লাস শেষে প্রতিটি বিষয়ের শিট দেয়া হবে। উত্তীর্ণদের জন্য সার্টিফিকেট সরবরাহ করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে চাকরির সহযোগিতা ও দিকনির্দেশনা।

 বিস্তারিত যোগাযোগ ও ফরম সংগ্রহের বিকাশ নম্বর
01717 831937 (বিকাশ, পারসোনাল)

 ঠিকানা : ourislam24 .com ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ার সংলগ্ন মদিনা মসজিদের পেছনে) ঢাকা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ