আওয়ার ইসলাম : নারীদের ইহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই। তারা যে কোনো কাপড়ে ইহরাম বাধতে পারেন। যদিও অনেকে মনে করেন পুরুষের মতো নারীর ইহরামের কাপড়ও নির্দিষ্ট। তবে উত্তম হলো আড়ম্বরহীন সাধারণ পোশাক পরিধান করা। যেনো তা পুরুষের দৃষ্টি আকর্ষণ না করে। বিশৃংখলার সম্ভাবনা তৈরি না করে।
অস্ট্রেলিয়ান পুরুষরা শুক্রানুশূন্য; নারীদের প্রয়োজন মুসলিম পুরুষ
আর পুরুষের জন্য উত্তম হলো দুটি সাদা কাপড়ে ইহরাম বাধা। তবে কাপড় সাদা না হলেও সমস্যা নেই। হাদিস শরিফে ইরশাদ হয়েছে রাসুল সা. অন্য রঙের চাদর পরে তাওয়াফ করেছেন। তবে সাধারণত তিনি ইহরামে সাদা কাপড় পরিধান করতেন।