নেছারুদ্দীন বিন মিজান
ইন্ডিয়া থেকে
আনুষ্ঠানিকভাবে বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপিঠ দারুল উলূম দেওবন্দের নতুন শিক্ষাবর্ষের (১৪৩৮-১৪৩৯ হি:) দরস শুরু হয়েছে৷
আজ ২৬ জুলাই বুধবার নব নির্মিত সাত তলা জাদিদ লাইব্রেরির নিচ তলায় (অস্থায়ী) দারুল হাদিসের শাহি মসনদ উদ্বোধন করেন দারুল উলূমের সম্মানিত শায়খুল হাদিস ও ছদরুল মুদার্রেসীন আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী।
দেওবন্দের সম্মানিত মুহতামিম আল্লামা মুফতী আবুল কাসেম নোমানি’র সভাপতিত্বে ও মাওলানা মুযাম্মেল বাদায়ূনী-এর সঞ্চালনায় মাদারে ইলমী দারুল উলুম দেওবন্দের নতুন শিক্ষাবর্ষের ইফতিতাহী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷অনুষ্ঠানের শুরুতে কুরআনে কারিমের তিলাওয়াতের পর সদ্যপ্রয়াত আল্লামা রিয়াসাত আলী বিজনুরী(রহ:) রচিত ঐতিহাসিক "তারানায়ে দারুল উলুম দেওবন্দ" পরিবেশন করা হয়৷
দারুল উলূম দেওবন্দের শিক্ষাসচিব ও নায়েবে মুফতী আল্লামা ইউসুভ তাওলাভী ছাত্রদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক হেদায়াতী বক্তব্য পেশ করেন৷
তিনি বলেন, দারুল উলূম দেওবন্দ নিছক কোন শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আকাবির আসলাফের রেখে যাওয়া ইলম পরিবেশনের মারকায৷ তিনি ছাত্রদের ইলম অর্জনের পাশাপাশি মাদরাসার সার্বিক নিয়ম কানুন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন!
মাদরাসার দারুল ইকামা সংক্রান্ত নিয়মাবলির ওপর বিস্তারিত আলোচনা করেন দারুল উলুমের দফতরে দারুল ইকামার প্রধান জিম্মাদার হযরত মাওলানা মুনির আহমাদ।
মুফতী সাইদ আহমাদ পালনপুরী’র গুরুত্বপূর্ণ বয়ান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়!
যে কারণে মেধা তালিকায় বরাবরই শীর্ষে বাইতুল উলুম ঢালকানগর
‘কঠোর পরিশ্রমেই শীর্ষে রামপুরা জাতীয় মহিলা মাদরাসা’
বিশ্বজয়ী হাফেজ থেকে বিশ্বজয়ী আলেম কারী সাইফুল ইসলাম