শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম 

সিদ্দিকুরের চিকিৎসার দায়িত্ব নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ার শেলের আঘাতে অন্ধ হতে চলা তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইত্তেফাককে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রবিবার সন্ধায় আন্দোলনরত শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কিছু দাবি-দাওয়া জানায়। সেগুলো পূরণের চেষ্টা চলছে। আলোচনায় সিদ্দিকুরের সুচিকিৎসার বিষয়ে দাবি তোলা হয়। তার চিকিৎসার দায়িত্ব ইতোমধ্যে তিতুমীর কলেজ নিয়েছে। আমরা বলেছি, যদি তার সুচিকিৎসার আরও কোনো প্রয়োজন হয় আমরা সরকারকে বলবো।

প্রসঙ্গত, উপাচার্যের কার্যালয়সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকালে উপাচার্যের কার্যালয়ে এক দল শিক্ষার্থী আসে। তারা সাত কলেজের প্রতিনিধি পরিচয় দিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাত করতে চায়। পরে উপাচার্য তার কার্যালয়ে তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না।

চোখ ফিরে পাওয়ার আশা কম সিদ্দিকুর রহমানের


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ