ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম (এইচ এস সি) পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছে ঢাকা ডেমরার ঐতিহ্যবাহী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা।
মানবিক ও বিজ্ঞান শাখা মিলে এবারের আলিম পরীক্ষায় সর্বমোট ৫৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে ৫৭০ জন উত্তীর্ণ হন। পাশের হার ৯৯.৪৮ শতাংশ।
বিজ্ঞান ও মানবিক দুই বিভাগ মিলে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২৮৩ জন শিক্ষার্থী।
মাদরাসার এই প্রত্যাশিত ফল আনন্দিত করেছে মাদরাসার সাবেক, বর্তমান সকল শিক্ষার্থীকে,
মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দিক এ সাফল্যের পিছনে আল্লাহর রহমত, ছাত্রদের একাগ্রতা, শিক্ষকদের পরিশ্রম এর কথা তুলে ধরেছেন।
মাদরাসার উত্তরোত্তর সফলতা কামনায় তিনি সকলের কাছে দুয়া কামনা করেছেন।
সাধারণের চেয়ে মাদরাসা বোর্ডের পাসের হার বেশি