শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীরা শাহবাগে; সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তার উত্তর পাশে অবস্থান নেন ওই শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। এরপর তারা রাস্তায় দলবেধে দাঁড়িয়ে গেলে পুলিশ তাদের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যেতে বলে। শিক্ষার্থীরা তখন পরীক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের দুইদিক থেকে ঘিরে ধরে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেট ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়লে এক শিক্ষার্থী আহত হন।

সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুটিনসহ পরীক্ষার সময় ঘোষণা করতে হবে। তবে ওই সাত কলেজের একটির কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার সময় চূড়ান্ত করা হয়েছে। তবে আন্দোলনকারীরা জানান, মৌখিক ঘোষণা নয়, তারা রুটিনসহ পরীক্ষার সময়সূচি চান।

এদিকে গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কলেজের বিভিন্ন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

সে অনুযায়ী, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হওয়ার কথা। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

বন্যার্তদের ১২ হাজার টন চাল, পৌনে ৪ কোটি টাকা দিয়েছে সরকার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ