আওয়ার ইসলাম: আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে খালেদ আহমদ লিটু (২৩) নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদ আহমদ লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ঢুকে লিটুকে গুলি করে হত্যা করা হয়। সংঘর্ষে আরো ছয়-সাতজন আহত হন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, খালেদ আহমদ লিটুর মাথায় গুলি লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএস/