রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইশা ছাত্র আন্দোলন কদমতলি থানা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের আওতাধীন কদমতলি থানা শাখার সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক 'সদস্য প্রশিক্ষণ কর্মশালা'।

কদমতলিস্থ নিজস্ব কার্যালয়ে শাখা সভাপতি আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মু. মাহদি হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পূর্বের কউমি মাদরাসা বিষয়ক সম্পাদক মু. যাকারিয়া।

সভায় প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, ইসলামী শিক্ষানীতি প্রনয়ন ও বাস্তবায়ন ব্যাতিত আদর্শ জাতী গঠন সম্ভব নয়। আদর্শ ও দক্ষ জাতি গঠনে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। ছাত্র আন্দোলন প্রচলিত ছাত্র রাজনীতিতে বিশ্বাসী নয়।

ইশা ছাত্র আন্দোলন- ছাত্র রাজনীতিতে নৈতিকতা, আদর্শ, শিক্ষাগৃহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং আদর্শ ও দক্ষ জাতিগঠনে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদা সোচ্চার।

গত ১৪ জুলাই শুক্রবার সকাল ৯ টায়  অনুষ্ঠিত কর্মশালায় থানা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বশির ইবনে জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, কদমতলি থানার সাধারন সম্পাদক মু. সালাহ উদ্দীন, শ্যামপুর ইউনিয়নের সভাপতি মতিঝিল আইডিয়াল কলেজের মেধাবী ছাত্র মো. জুয়েল, ৫২ নং ওয়ার্ড আহ্বায়ক শাহজাহান, দনিয়া ইউনিয়ন আহ্বায়ক মুসলেহ উদ্দীন কদমতলি থানা শাখার সদস্য শাকিল, ওয়াসিম সহ আরো অনেকেG

এসএস/


সম্পর্কিত খবর