আওয়ার ইসলাম: আশুলিয়ায় নয়ারহাটে জঙ্গি আস্তানা থেকে সন্দেহভাজন চার জঙ্গি আত্মসমর্পন করেছে।গতকাল শনিবার দিবাগত রাত ১টা থেকে র্যাব-৪ এর একটি দল ওই বাড়িটি ঘিরে রেখেছিল। বাড়ির মালিক ইব্রাহিমকে সকালেই আটক করেছিল র্যাব।
র্যাব ৪-এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানিয়েছেন, "বেলা বারোটা-একটার দিকে বাড়ির ভেতর থেকে প্রথমে একজন সাড়া দেয় এবং বেরিয়ে আসে। এরপর তার মাধ্যমে অন্যদের উদ্বুদ্ধ করা হয়। পরে একে একে চারজনই বেরিয়ে এসে আত্মসমর্পন করে।
এর আগে আজ রবিবার সকাল সাতটার দিকে মুফতি মাহমুদ খান জানিয়েছিলেন, সকাল থেকেই তাদের আত্মসমর্পনের আহবান করা হয়েছিল।
তিনি জানান, নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এসময় ঘটনাস্থলে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন।
এসএস/