শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

খুলনায় মাদরাসা উপাধ্যক্ষকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুলনায় মাওলানা আব্দুল হাই (৫৭) নামে এক মাদরাসা উপাধ্যক্ষের (ভাইস প্রিন্সিপাল) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলার কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি দাও উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল হাই কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত শেখ শহর আলীর ছেলে।

কয়রা থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুল হাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি এনামুল জানান, নিহত আব্দুল হাইয়ের দুই স্ত্রী রয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার আগের দিনও তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ