রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফেনীর একরাম হত্যা মামলার আসামী বন্দুক যুদ্ধে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সোহেল র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭।

আজ সোমবার ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সোহেল (৩৪) ওই এলাকার জাফর উল্লার ছেলে। সে এলাকায় ‘রুটি সোহেল’ নামে পরিচিত।

আজ সকালে র‍্যাব-৭ ফেনী সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম দাবি করেন, আজ ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের টহল দল সেখানে পৌঁছায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেলে রুটি সোহেলের লাশ বলে চিহ্নিত করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ছয়/সাতটি মামলা রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ