গাজীপুরের একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু কর্মচারী।
আজ সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।
রাত ৯টা পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।
আন্তর্জাতিক সংগঠন ইন্ডাস্ট্রিওল বাংলাদেশের মহাসচিব শ্রমিক নেতা তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সরকারের একজন মন্ত্রীর কারখানা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার চার তলা ভবনের দোতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটলেও তার সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে রাত পৌনে ৯টা পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হওয়ার কথা স্বীকার করেন তিনি।
জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পরে তাদের সাথে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দফতর, সাভার ইপিজেডসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা যোগ দেন। কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হচ্ছে।