আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। আহতরা মিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বজ্রপাতে মৃত্যুবরণকারীরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৫৫), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আটিগ্রাম গ্রামের শাহিন আলী (৪২) ও আবুল কাশেম (৪৫) এবং শুড়শুড়ি গ্রামের আশিক আলী (১২)।
রবিবার দুপুর ২টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কুয়ারী মশাতলা গ্রামের ঝাপারিয়া মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের বৃষ্টি শুরু হলে উপজেলার আমলা পোড়াদহ আঞ্চলিক সড়কের ঝাপারিয়া মাঠে বট গাছের নিচে একটি চায়ের দোকানে সাতজন আশ্রয় নেয়। ঐ চায়ের দোকানের উপর বজ্রপাত হলে ৪ জন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।
মৃত্যু বরণকারীরা হলেন আব্দুস সাত্তার, শাহিন আলী, আবুল কাশেম, আশিক আলী। আহত হন আরো তিন জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মোশারফ নামে আরো একজনের মৃত্যু হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে কুয়ারী মশাতলা গ্রামের ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে এ প্রাকৃতিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।