শরীয়তপুর উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, হক বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর শুরু থেকেই চলমান। সর্বদাই হকের পাশে বাতিলের উপস্থিতি ছিল। যুগে যুগে যখন যেখানে বাতিল মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, উম্মতের অতন্দ্র প্রহরী হক্বের ঝান্ডাবাহী ওলামায়ে কেরাম জানবাজী রেখে ইসলামবিরোধী অপশক্তির মোকাবেলা করেছেন। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকে শরীয়তপুরের আলেমরাও ‘উলামা পরিষদে’র নেতৃত্বে কাজ করে যাচ্ছেন এবং শিরক-বিদ’আতসহ যে কোন অপশক্তিকে পরাহত করে হক্বকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে আসছেন। সভায় বক্তারা আগামীতেও দ্বীনের পক্ষ্যে আমৃত্যু ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
২৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় শরীয়তপুরস্থ আশরাফুল উলূম কওমী মাদরাসা মিলনায়তনে শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মুফতি শফিউল্লাহ খান সাহেবের সভাপতিত্বে বার্ষিক উলামা সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, সহ সভাপতি মাওলানা শাব্বীর আহমাদ উসমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল কাদির সাহেব।
যুগ্ম সম্পাদক মাওলানা নাঈম আব্বাসী ও শরীয়তপুর উলামা পরিষদ ঢাকার সভাপতি মুফতি আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার শত শত উলামায়ে কেরাম ও থানা কমিটির দায়িত্বশীলবৃন্দ মতামত প্রদান করেন। সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির নিম্নবর্ণিত সিদ্ধান্তাবলী ঘোষণা করেন- এক. সাংগঠনিক শৃংখলাবিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার দায়ে মুফতি খোরশেদ আলম ও মুফতি আব্দুস সামাদ কাসেমীকে উপদেষ্টার পদ থেকে অব্যহতি দেয়া হয়। দুই. ‘শরীয়তপুর উলামা পরিষদ’ নামটি ব্যবহার করে কেউ যাতে সংগঠনের সুনাম বিনষ্ট করতে না পারে, এ ব্যপারে দেশ-বিদেশে থাকা শরীয়তপুরের সকল আলেম ও সুধীমহলকে সতর্ক দৃষ্টি রাখতে আহবান করা হয়। তিন. ঢাকা শাখার ব্যনারে মেধাবী ছাত্রদেরকে সংবর্ধনা দেয়ার অনুমোদন দেয়া হয়
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শরীয়তপুর উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল বাতেন ফরিদী, রাজধানী ঢাকার তাঁতীবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, মুন্সীগঞ্জ নিমতলী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা জিয়াউল হক কাসেমী, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কেরামত আলী, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দারুল ইফতা ঢাকার পরিচালক মুফতি খন্দকার আবুল হাসান শরীয়তপুরী, উসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর, মনুয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস, শরীয়তপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা খন্দকার শহীদুল্লাহ, দারুল উলূম ফোরকানিয়া মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা নাফিসুর রহমান নেকীর, সাধারণ সম্পাদক ও মারকাযুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা ইদরীস কাসেমী, আয়েশা সিদ্দীকা রাযি. মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মুঈনুদ্দীন কাসেমী, সাংগঠনিক সম্পাদক ও কুরাশী তৈয়বিয়া মাদরাসার মুহতামিম মুফতি তোফায়েল আহমাদ কাসেমী, জেলার জজকোর্ট মসজিদের ইমাম ও সংগঠনের কোষাধক্ষ্য মুফতি আব্দুর রহমান জালালী, মুফতি ওমর ফারুক, জামিয়া রাব্বানিয়া ঢাকার নায়েবে মুহতামিম মুফতি আব্দুর রহমান, ঢাকা শাখার সহ সভাপতি মাওলানা সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল গাফফার, শরীয়তিয়া দারুল উলূম কেরাণীগঞ্জের পরিচালক মাওলানা রমজান বিন শফিক, তা’লীমুল ইসলাম মাদরাসা উত্তরা ঢাকার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম, মাওলানা আশেকে এলাহী, মাওলানা আসলাম, হাফেজ জসিম উদ্দীন, বাহরুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক রুমী, মাওলানা আব্দুল আলীম প্রমুখ
সভাপতির বক্তব্যে মুফতি শফিউল্লাহ খান বলেন, শরীয়তপুর উলামা পরিষদের ব্যনারে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচীতে আপনারা সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। আগামীতেও কেন্দ্র ঘোষিত দ্বীনী কাজ ও কর্মসূচীসমূহ ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান