হামিম আরিফ: বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের তেলাওয়াত শুনে মুগ্ধ হযে নগদ অর্থ দিযে পুরস্কৃত করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
শুক্রবার রাতে নিজের অফিসে হাফেজ তরিকুল ইসলামকে পুরস্কৃত করেন তিনি। এসময় তার উস্তাদ মারকাজুত তাহফিজ ইন্টারনেশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীও সঙ্গে ছিলেন।
হাফেজ তরিকুল ইসলাম রাজধানীর মারকাজুত তাফিজের ছাত্র। বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়। গত চলতি মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০৩টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে।
১৬ জুন দেশে আসার পর হাফেজ তরিকুল ইসলামকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা দেয়। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী তার তেলাওয়াত শুনেন এবং মুগ্ধ হয়ে নগদ অর্থ প্রদান করেন।
শুভেচ্ছা সংবর্ধনায় ভাসছেন বিশ্বজয়ী হাফেজ তরিকুল