আওয়ার ইসলাম: পবিত্র উমরা পালনের উদ্যেশ্যে আজ ঢাকা ত্যাগ করলেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের উস্তাদ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।
আজ শনিবার সন্ধ্যার এক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। উমরায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন মারকাজুত তাহফিজের আরেক উস্তাদ হাফেজ রহমতুল্লাহ।
বিমানবন্দর ত্যাগের আগে হাফেজ নেছার আহমদ আওয়ার ইসলামকে বলেন, হাফেজ তরিকুল ইসলাম সদ্য দুবাই থেকে বিশ্বজয় করে আসায় শুকরিয়া আদায় করতেই এ সফর।
উমরা শেষ করে সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ জুন দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশকে পেছনে ফেলে ১ম স্থান অর্জন করে ১৩ বছর বয়সী তার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম।
হাফেজ তরিকুলকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী