শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের শীতে পুরুষের চুলের যত্নে করণীয় পুরনো প্রেমের ঘটনা জানাজানিতে নববধূর আত্মহত্যা

কারিগরি ও মাদরাসা বিভাগে যাচ্ছে এবতেদায়ী শিক্ষা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবতেদায়ী মাদরাসা শিক্ষার সব কার্যক্রম এখন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চলে আসবে এবতেদায়ী শিক্ষা। এতদিন এ শিক্ষার সব দায়িত্বে ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৪ই জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব (মাদ্রাসা-২) মো. আবদুল খালেক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করে এ চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবতেদায়ী স্তরের পাঠ্যপুস্তক ও কারিকুলামে আরবী ভাষা ও কুরআন তাজবীদ বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য সরকার মনে করে দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এদিকে শিক্ষানীতি-২০১০ এর ৬ ও ২৭ অধ্যায়ের আলোকে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখাও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অন্যান্য স্তরের সাথে মিল রেখে সুচারুরুপে পরিচালনার জন্য এবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলয়ের পরিবর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সেকশন-২), কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাবুস সালাম মাদরাসায় সংঘর্ষ: আহত ১০


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ