শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

আপন ভাইকে দূরে সরিয়ে শত্রুকে কাছে টেনো না হে আরব বিশ্ব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিবুর রহমান মিছবাহ
প্রিন্সিপাল, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা।

আমি ছোট্ট একটি দেশের সাধারণ একজন নাগরিক। আমার এ আকূতি কি তোমাদের পর্যন্ত পৌঁছবে? হয়তো কোনোদিনই পৌঁছবে না। তবে আমার হৃদয়ের ব্যকূলতার এ আকুল আবেদন আজ প্রতিটি মুসলিম নাগরিকের।

তোমাদের আচমকা বদলে যাওয়া রুপে হতাশ মুসলিম বিশ্ব। বিশ্বের শান্তিকামী প্রতিটি নাগরিক এতে ব্যথিত। যে সময় বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের বড় প্রয়োজন, ঠিক তখনই একটি ট্রাম্প ঝড় ওলট-পালট করে দিয়ে গেলো লালিত স্বপ্ন আর ঐক্য নামক ঘর-বাড়ী। ট্রাম্প একটি নাম, একটি ইতিহাস। ব্যভিচারের ইতিহাস। অসভ্যতার ইতিহাস।

ইতিহাস বহু কলংকের। ইসলাম বিরোধীতায় যার জুড়ি মেলা ভার। যার জীবনের একপিঠ জালিম আরেক পিঠে ব্যভিচার ও পৈশাচিকতায় ভরা। নৈতিকতার ছবক যাকে স্পর্ষ করেনি কখনো। সেই ট্রাম্পের পাতা ফাঁদে পা দিলে তোমরা? হে আরব বিশ্ব! তোমাদের ঐক্যবদ্ধ শক্তির সামনে নতজানু ছিলো পরাশক্তিগুলো। তাই তোমাদের ঐক্যে চিড় ধরিয়ে এক এক করে নি:শেষ করে দিতে চায় ওরা। তাদেরকে বন্ধু ভাবছো তুমি? না, এটি হতেই পারে না।

ইসলাম বিদ্বেষীরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। বরং, নিজেদের মধ্যে দ্বন্দ বাঁধিয়ে ছিন্ন-ভিন্ন করে দিবে মুসলিম জনগোষ্ঠীকে। অতপর তোমাদেরকেও বরণ করতে হবে ওদের দাসত্ব। নাহয় তোমাদেরও পায়ে দলে নিশ্চিহ্ন করে দিবে ঐ জালিমরা। প্লিজ! কাতারকে বয়কট করে নিজেদের পায়ে কুড়াল মেরো না!

কাতার তোমাদের আপন ভাই! আমেরিকা কেউ নয়। বরং চরম শত্রু। শত্রুর বন্ধুরুপী অপকৌশল যদি তোমাকে কাবু করেই ফেলে, তবে তুমি শত্রুর কাছে পরাজয় বরণের প্রস্তুতি গ্রহণ করতে পারো! মহাবিপর্যয় শুধু সময়ের ব্যাপার! লোভ আর কানপড়া যদি তোমাকে একবার তোমার ভাই থেকে দূরে সরিয়েই দেয়, তাহলে স্মরণ রাখবে! বিপদের সময় তোমার পাশে তুমি কাউকে পাবে না।

যাদেরকে বন্ধু ভেবে সুখ-দু:খের সাথী আপন ভাই কাতারকে বয়কট করেছো, সেই তারা কিন্তু তোমার কল্যাণকামী নয়।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ