জামিল আহমাদ কালুজান বেওড়া। টাঙ্গাইলরে মির্জাপুর উপজেলার বাসিন্দা। চার বছর আগে স্বামী মারা যায়। চার সন্তান থােকলেও তারা কোনো খোঁজ নেয়নি মায়ের। বাধ্য হয়ে জীবন চালাতে ভিক্ষাবৃত্তি বেছ নেন কালুজান বেওড়া।
ইচ্ছে ছিল, স্বামীর রেখে যাওয়া জমিতে মসজিদ নির্মাণ করবেন। ভিক্ষা করে নিজের একার সংসার চলে যে টাকা উদ্ধৃত থাকতো সেটা জমা রাখতেন স্থানীয় চরকপুর ইউনিয়ন পরিষদের বজলুর রশিদ নামে এক ব্যাক্তির কাছে।
অবশেষে দীর্ঘদিনের জমানো সেই টাকা দিয়ে স্বামীর রেখে যাওয়া ২৪ শতাং জমির উপর নির্মিত হয়েছে মসজিদ।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
https://www.facebook.com/saifulislam.tushar.16/videos/1890240171237025/
এসএস/