রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করে স্বস্তিতে রোজা রাখার সুযোগ দিন: ইসলামী আন্দোলন ঢাকা জেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হাতের নাগালে রেখে রোজাদারকে রোজা পালনে সুযোগ করে দেয়ার দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা বলেছেন, রহমত, বরকত ও মাগফিরাতের মহান এ মাসে জিনিসপত্রের দাম কমিয়ে রোজাদারকে সহজ লভ্য করে দেয়া মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রমজানের সম্মানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়া হয়। এমনকি কিছু অমুসলিম দেশেও জিনিসপত্রের দাম কমিয়ে দেয়া হয়। অথচ আমাদের দেশের চিত্র ভিন্ন। রমজান মাসকে কেন্দ্র করে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়া হয়। এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে সরকারকে।

গতকাল পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের ঢাকা জেলা সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া, আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, আব্দুর রাজ্জাক বেপারী, জয়েণ্ট সেক্রেটারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, মুহা. হাসমত আলী, মাওলানা নূর হোসাইন, মুফতী আব্দুল করীম, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, মুফতী ইজহারুল ইসলাম, হাজী আব্দুল মালেক, ডা. দেলোয়ার হোসেন, টি এম মাহফুজুর রহমান প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ