শাহনূর শাহীন: নিখোঁজ মুফতি মুশতাকুন্নবীর সন্ধান পাওয়া নিয়ে রাত থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মধ্যরাত থেকেই মুস্তাকুন্নবীর সন্ধান পাওয়ার খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, তিনি এখন মিরপুর ডিবি কার্যালয়ে গোয়েন্দা হেফাজতে আছেন।
খোজঁ নিয়ে জানা যায়, মুফতি মুশতাকুন্নবীর সন্ধান পাওয়ার খবরটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। মুস্তাকুন্নবীর ভাগিনা মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আজ রাত সাড়ে ১২টার দিকে আমরা মামার সন্ধান পাওয়ার খবর পাই।
[মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ : বাড়ি যেনো মৃত্যু পল্লী]
ডিবি হেড অফিস থেকে ফোন করে বলা হয় হুজুর এখন ডিবি হেফাজতে মিরপুর কার্যালয়ে আছেন। রাতেই হুজুরের বড় ভাই মাওলানা মাহবুবুন্নবী লক্ষীপুর থেকে ঢাকায় পেীঁছেন। তবে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত হুজুরের সাথে কারো দেখা হয়নি তাই তারা নিশ্চিত হতে পারছেন না। কিন্তু গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি এখন ডিবি হেফাজতে আছেন।
উল্লেখ্য গত বুধবার রাত ১২ টার পর মাহফিল শেষ করে মাদরাসায় ফেরার পথে কুমিল্লার লালমাই থেকে তিনি নিখোঁজ হন। এসময় তার সঙ্গে থাকা খাদেম খায়রুল ইসলাম ও প্রাইভেটকারের চালক মাসুদকও নিখোঁজ রয়েছেন।
[কাঁদলেন আলেমগণ, একজন আলেমের নিখোঁজ হওয়া মানা যায় না]
[মুফতি মুশতাকুন্নবীকে ফেরত দিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম ইশা ছাত্র আন্দোলনের]
এসএস/