মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের একদিন পর নাজমুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ মে) দুপুরে মিজমিজি পাইনাদী এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
নাজমুল ইসলাম মিজমিজি পাইনাদী দাখিল মাদ্রাসার পঞ্চশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, শনিবার সকালে নাজমুল ইসলাম মাদ্রাসায় যায়। কিন্তু মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়ি ফিরে আসে। এর কিছুক্ষণ পর বাবার কাছ থেকে টাকা নিয়ে আবার বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর রবিবার দুপুরে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আব্দুস সাত্তার জানান, নাজমুলের লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ