ঘূর্ণিঝড় 'মোরা' মোকাবেলায় কক্সবাজার উপকূল থেকে তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।
এরই মধ্যে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যায়। অন্যদের সরিয়ে নেয়ার কাজও পূর্ণ উদ্যোমে চলছে।
উপকূলবাসীর নিরাপত্তায় ৫৩৭টি আশ্রায়নকেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপকূলবর্তী সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রায়নকেন্দ্র ঘোষণা করা হয়েছে।
পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার পাশাপাশি চার হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৮৮টি মেডিকেল টিম। খোলা হয়েছে উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ।
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সোমবার বিকাল ৬টা নাগাদ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে মাত্র ৩৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি কক্সবাজারের কুতুবদিয়া হয়ে হাতিয়া, স্বন্দ্বীপে আঘাত হানতে পারে।
এজন্য বিকাল থেকে কুতুবুদিয়ার উত্তর ও দক্ষিণ ধুরুং, আলী আকবর ডেইল এলাকাসহ পুরো উপজেলায় ৫২৫ জন স্বেচ্ছাসেবক এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে।
ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি শুরু