কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন
হতাহতরা সবাই বাসযাত্রী। নিহত সায়েম (৩০) বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরের বাসিন্দা। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের গোবিন্দপুর এলাকায় শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের ভাষ্য অনুযায়ী, ঝিনাইদহের শৈলকূপা থেকে 'কুষ্টিয়া এক্সপ্রেস' নামের বাসটি ঢাকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সায়েমের মৃত্যু হয়। আহতদের মধ্যে ছয়জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে বাস চালকের সহযোগী হেলাল মণ্ডল (৩০), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর এলাকার আব্দুর রব এর ছেলে শাহেদ (৩৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের সৈয়দ আলীর ছেলে রহমান (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া গ্রামের হয়াত আলীর স্ত্রী হাওয়া খাতুন (৬০), বেলঘরিয়া গ্রামের আহমেদ আলীর স্ত্রী মমতাজ খাতুন (৪৫) ও মিরপুর উপজেলার বহলবাড়ীয়া গ্রামের চেন সর্দারের ছেলে ইউসুফ (৪০) এর পরিচয় পাওয়া গেছে।
এসএস/