রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কাঁদলেন আলেমগণ, একজন আলেমের নিখোঁজ হওয়া মানা যায় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: অন্যদিনের মতো সব আছে। নেই শুধু মাদরাসার প্রতিষ্ঠাতা দরদি মানুষটি। যিনি প্রাণ দিয়ে গড়ে তুলেছেন মাদরাসাটি। আজ তার অভাবে খা খা করছে। কুমিল্লা সদরদক্ষিণের জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের পরিবেশ এখন এমনই। শুক্রবার বিকেলে তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে আলেমগণ কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর দরবারে রোনাজারি করে ফিরে চাইলেন দীনের এই মেহনতি মানুষকে। কান্নার ধ্বনিতে যেন এক মৃত্যুপুরীতে পরিণত হল পুরো হলরুম।

শুক্রবার জমিয়া আরাবিয়া কাসেমুল উলুম কুমিল্লা এর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেঁদেছেন দেশের শীর্ষস্থানীয় আলেম ও মুরব্বী আল্লামা আশরাফ আলী। প্রিয় মানুষটাকে স্মরণ করে নিশ্চল থাকতে পারেননি অন্যান্য আলেমরাও।

গত বুধবার রাতে মাহফিল শেষে ফেরার পথে নিখোঁজ মুফতি মুশতাকুন্নবীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে  কুমিল্লার কওমী মাদরাসা সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী।

আল্লামা আশরাফ আলী বলেন, মাওলানা মুশতাকুন্নবী আমার একজন আস্থাভাজন ব্যক্তি দীর্ঘদিনের সম্পর্ক, তিনি নিরলসভাবে ওয়াজ নসীহত সহ নানামুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তার নিখোঁজের সংবাদ শুনে আমি মর্মাহত হয়েছি। মুশতাকুন্নবী কার কি এমন ক্ষতি করলেন যারা এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে।

তিনি বলেন, আমি কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের পক্ষ থেকে তার আশু সন্ধানের দাবি জানাচ্ছি এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একজন আলেমে দীন এভাবে নিখোঁজ হবে তা মানা যায় না।

[একই দিনে রোযা পালন সম্পর্কে আরবের আলেমদের ফতোয়া]

গত বুধবার রাত ১২ টার পর মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এসময় তার সঙ্গে থাকা খাদেম খায়রুল ইসলাম ও প্রাইভেটকারের চালক মাসুদকও নিখোঁজ রয়েছেন।

সংগঠনের পরীক্ষা নিয়ন্ত্রক ও জমিয়া আরাবিয়া কাসেমুল উলুম কুমিল্লা এর ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস বলেন, মুফতি মুশতাকুন্নবী একজন বহুমুখি প্রতিভার অধিকারী, তার বক্তব্যে এ দেশের লাখো মানুষের হৃদয় শীতল হয়, তার নিখোঁজ হওয়া এ জাতির জন্যে দুঃখজনক। দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আল্লাহর ওয়াস্তে তাকে ফেরত দিন।

যদি আগামী ২৪ ঘন্টার মাঝে তাকে ফিরিয়ে দেয়া না হয়, তাহলে সর্বস্তরের জনগণ কে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবেও হুশিয়ার দেন মাওলানা আবদুল কুদ্দুস।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জমিয়া আরাবিয়া কাসেমুল উলুম এর মুহাদ্দিস মাওলানা মুনিরুল ইসলাম, মুফতি আবুল হাসান, মাওলানা জামিল আহমদ, মুফতি তাওহীদুল ইসলাম, মাওলানা মুফিজুল ইসলাম, মুফতি নাঈমুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আমিনুল্লাহ মাওলানা মুনজুর আহমদ, মাওলানা তৈয়ব প্রমুখ।

মুফতি মুশতাকুন্নবীকে ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি

কুমিল্লার শীর্ষ আলেম মুফতি মুশতাকুন্নবী নিখোঁজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ