শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

রাসুল স. কে নিয়ে জাবি ছাত্রলীগ নেতার আপত্তিকর মন্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ স. কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা।

গতকাল বুধবার সকাল ০৯টা ২৮ মিনিটে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পল্লব আহমেদ তার ফেসবুকে রাসুল সা. কে ধর্মীয় জঙ্গিবাদের আবিষ্কার বলে উল্লেখ করে স্ট্যাটাস দেন। অভিযুক্ত পল্লব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৪০তম ব্যাচের ছাত্র।

পল্লব তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ধর্মীয় জঙ্গিবাদের আবিষ্কারক তথাকথিত মহানবী, শেষনবী রাসূল হযরত  মোহাম্মদ। ব্যাখ্যা পরবর্তী সংস্করণে।’  

পল্লব আহমেদ একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আবাসিক শিক্ষার্থী ছিলেন। মদ, গাজা ও হেরোইন খাওয়ার অভিযোগে তাকে হল থেকে বের করে দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পল্লব শহীদ সালাম-বরকত হলে আশ্রয় নেয়।

এদিকে ফেসবুকে রাসুল সা. কে নিয়ে এমন আপত্তিকর মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

শামসুল আলম দুলাল নামে এক শিক্ষার্থী অভিযুক্ত পল্লব আহমেদের স্টাটাসে লিখেছেন, তথাকথিত মহানবী এর মানে কি? আগে নিজের জন্ম পরিচয় জেনে এমন কথা বলবে...।

Sorowar Hossen লিখেছেন,  পাগলামি বাদ দে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা, তোকে ধিক্কার জানাই। তুই একজন গাঁজা খোর, তুই ক্যাম্পাসে কতো লোকের চর থাপ্পড় খেয়েছিস তার কোন ইয়ত্তা নেই। পাগল।

Riaz Hassan লিখেছেন, কেউ ওর নামে ধর্ম অবমাননার মামলা করেন।

এম রহমান নিল লিখেছেন, লাইমলাইটে আসার জন্য এই রাস্তাটা না ধরলেও পারতে। সেম।

Rakibul Islam লিখেছেন, নব্য নাস্তিকের জাহাঙ্গীরনগর ভার্সন। গরমে মাথা আউলাইয়া না থাকলে এই পোস্টটি সরিয়ে নেয়ার অনুরোধ করছি।

Noman Siddique Jibon লিখেছেন, মহানবী যদি তথাকথিত হয় তাহলে আপনি কি? আর দ্রুত ব্যাখ্যা দিন কিভাবে তিনি ধর্মীয় জঙ্গীবাদের আবিষ্কারক হলেন...ইসলাম তো সন্ত্রাসবাদকে সাপোর্টই করে না, সর্বদা এটির বিরুদ্ধে..তবে কেউ যদি ইসলাম মানেই জঙ্গিবাদ বা অন্যকিছু ভাবে সে আস্ত বোকা ছাড়া কিছুই নয়।

Spry Rony  লিখেছেন, ভাই,কুমিল্লায় নতুন পাগলাগারদ হচ্ছে, দ্রুত বুকিং দেন, আপনি অপ্রকৃতিগ্রস্থ , আপনার স্থায়ী চিকিৎসা দরকার।

শেখ সাব্বির লিখেছেন, ক্যাম্পাসের বড় ভাই তাই গালি দিলাম না, মহানবী (সাঃ)কে নিয়ে বাজে কথা বললে বড় ভাইয়ের সম্মান টুকু হারাবেন। তাঁকে নিয়ে কথা বলার আগে, তার সম্পর্কে ভালোভাবে জানুন। অল্প বিদ্যা ভয়ংকর।

Ahsan Habib Meraj লিখেছেন, ভাই তোমার জন্য পাবনা হেমায়েতপুরের মেন্টাল হাসপাতালে একটা সীট রেডি করা আছে। দেরী না করে চলে যাও, ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আস।

এ সকল কমেন্টসের প্রতি উত্তরে পল্লব লেখেন, “লিখছি যখন উত্তর অবশ্যই দিব। ব্যক্তিগত কাজে সামান্য ব্যস্ত থাকায় আজ সম্ভব হচ্ছে না। জুমার নামাজের আগে সবাই উত্তর পেয়ে যাবেন বলে আশা করি। কোন প্রকার ইন্টিমিডেশন কখনো কোন কাজ করা থেকে বিরত রাখতে পারেনি পারবেও না । ধন্যবাদ”

বৃহস্পতিবার পর্যন্ত ও পল্লব তার এই আপত্তিকর মন্তব্য ফেসবুক স্ট্যাটাস থেকে ডিলেট করেনি। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকেও তার টাইমলাইনে স্টাটাসটি দেখো যায়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ