রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ফেনীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী: মিছিল পূর্ব সমাবেশে জেলা সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া বলেছেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রমজানকে সামনে রেখে একদিকে ইবাদত বন্দেগী করে অপরদিকে জিনিসপত্রের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা আদায় করে। এমন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই মুল্য বৃদ্ধি খাদ্যে ভেজাল বন্ধ করতে হবে। মাহে রমজানের সম্মানে সব ধরণের গর্হিত কাজ থেকে বিরত থাকতে ও রাখতে সরকারকে কার্যকরি উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন,বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর 'মূর্তি' স্থাপন করে মুসলমানদের ধর্মীয় চেতনায় সবচেয়ে বড় আঘাত হানা হয়েছে। আমাদের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই যে সময় দিয়েছেন এর মধ্যে মূর্তি সরিয়ে নিতে সরকারের প্রতি আহবান জানান,অন্যথায় আমীর যে আন্দোলনের ডাক দিবেন তা সর্বাত্বক পালন করতে আমরা প্রস্তুত।

বৃহঃবার (২৫ মে’১৭) বাদ আসর ঐতিহাসিক জহিরিয়া মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার শাখার সভাপতি মাওলানা কাজি গোলাম কিবরিয়া।

বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাও.আজিজ উল্যাহ বসিকপুরী, ভারপ্রাপ্ত সেক্রেটারী মুহাম্মদ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূঞা, আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব একরামুল হক ভূঞা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান গিলমান। শহর সভাপতি মাওলানা গোলাম সারোয়ার সিরাজি, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নুর আহমদ আল ফারুক, যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফ্তি আব্দুর রহমান ফরহাদসহ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বামুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইশা ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দিনের বেলায় রেহাটেল রেস্তারো বন্ধ, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ ও অশ্লীলতা বন্ধের প্রতি জোর দাবী জানান।

‘৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনি মক্তব প্রতিষ্ঠা করে মানুষের কুরআন শিক্ষা নিশ্চিত করা আমাদের স্বপ্ন’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ