নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়া এলাকায় জঙ্গি সন্দেহে আটক পাঁচজনের মধ্যে তিনজনকে ছেড়ে দিয়েছে র্যাব। তাঁদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। বাকি দুজন ছাড়া পাননি। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে র্যাব।
গতকাল রোববার সন্ধ্যায় তিনজনকে নারায়ণগঞ্জে র্যাব ১১-এর সদর দপ্তর থেকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১-এর সহকারী পুলিশ সুপার আলেফ উদ্দিন।
নরসিংদীর আটকা পড়াদের দাবি তারা জঙ্গি নয় মাদ্রাসা শিক্ষার্থী (ভিডিও)
মুক্তি পাওয়া তিনজন হলেন নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাছিকুল ইসলাম, গাজীপুরের বোর্ডবাজার এলাকার আবদুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর।
র্যাব কর্মকর্তা আলেফ জানান, নরসিংদীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন, জাফর, মাসুদ, বাছিকুল ও মসিউরকে আটক করে গতকাল সকালে র্যাব-১১ সদর দপ্তর নারায়ণগঞ্জের আদমজী নগরীতে আনা হয়। সারাদিন জিজ্ঞাসাবাদের পর জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় মাসুদ, বাছিকুল ও মসিউরকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে জাফর ও সালাউদ্দিনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যাওয়ায় র্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।
নরসিংদীর জঙ্গি আস্তানায় সন্দেহজনক কিছু না পাওয়ায় অভিযান সমাপ্ত
এসএস/