মিনহাজ উদ্দীন, শেরপুর প্রতিনিধি: ২০ মে শনিবার বা’দ যোহর শেরপুর জামিয়া সিদ্দীকিয়া মাদরাসা মিলনায়তনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।
প্রায় পাঁচ শতাধিক আলেম ওলামার উপস্থিতিতে কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তা’লিম ও ত্বরবিয়ত বিভাগের প্রধান মুফতি এনামুল হক জালালাবাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকের উর্ধতম কর্মকর্তা মাওলানা ইলিয়াস উদ্দীন।
অনুষ্ঠানে প্রস্তাব সমর্থনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এসময় বেফাকের সাফল্য তুলে ধরে স্বীকৃতির বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়। বেফাকের মরহুম মহাসচিব মাওলানা আব্দুল জব্বার রহ., মাওলানা আবুল ফাতাহ মোঃ ইয়াহইয়া ও তেরা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম রহ. এর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
জেলা কমিটিতে তেরা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা ছিদ্দীক আহমাদ সভাপতি ও জামিয়া আরাবিয়া তা’লীমুন নেছা মাদরাসার মুহতামিম মুফতি নূরুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শেরপুর জেলার কার্য্যকরী কমিটির তালিকা
১। সভাপতিঃ মাওলানা সিদ্দীক আহমাদ, মোহতামিম, জামিয়া সিদ্দীকিয়া তেরা বাজার, শেরপুর
২। সাধারণ সম্পাদকঃ মুফতি নূরুল আলম, মোহতামিম, জামিয়া আরাবিয়া তা’লীমুন নিছা, শ্রীবরদী, শেরপুর।
৩। সহ সভাপতিঃ মাওলানা ছফির উদ্দীন, শাইখুল হাদিস, জামিয়াসিদ্দীকিয়া, তেরা বাজার, শেরপুর।
৪। ” মুফতি খালিছুর রহমান, মোহতামিম, মদীনাতুল উলুম কওমি মাদ্রাসা, ঝিনাইগাতী, শেরপুর।
৫। সহ সাধারণ সম্পাদকঃ মাওলানা হযরত আলী, শিক্ষা সচিব, জামিয়া সিদ্দীকিয়া তেরা বাজার, শেরপুর।
৬। সহ সাধারণ সম্পাদকঃ মাওলানা নজরুল ইসলাম, মোহতামিম, কাছিমুল উলুম মাদ্রাসা, পূর্বশেরী, শেরপুর
৭। কোষাধ্যক্ষঃ মাওলানা শফিকুল ইসলাম, মোহতামিম, দারুল উলুম হামিউস সুন্নাহ ফেরীঘাট, শেরপুর।
৮। সাংগঠনিক সম্পাদকঃ মাওলানা আখতারুজ্জামান, মোহতামিম, জামিয়া আরাবিয়া জহুরাতুন নেছা মহিলা মাদ্রাসা, শেরপুর।
৯। সহ সাংগঠনিক সম্পাদকঃ মাওলানা আব্দুল হালিম, মোহতামিম, হুমায়রা জান্নাত মহিলা মাদ্রাসা, বয়ড়া, শেরপুর।
১০। প্রচার সম্পাদকঃ মাওলানা আব্দুস সাত্তার, শিক্ষা সচিব, ফারুকিয়া দারুস্সালাম মাদ্রাসা, শেরপুর।
১১। তাহযিব ও দাওয়াহ সম্পাদকঃ মাওলানা আব্দুল জলিল, মোহতামিম, মাসতুরা আশরাফিয়া মাদ্রাসা, নকলা।
১২। সমাজ কল্যাণ সম্পাদকঃ মাওলানা আনোয়ারুল ইসলাম, আড়াই আনি মহিলা মাদ্রাসা, নালিতাবাড়ী, শেরপুর।
১৩। তা’লিম ও ত্বরবিয়্যত সম্পাদকঃ মাওলানা আব্দুল আজিজ, মোহতামিম, আয়েশা সিদ্দীকিয়া মহিলা মাদ্রাসা, মুকছুদপুর, শেরপুর।
কার্য্যকরি সদস্য
১৪। মুফতি শিহাব উদ্দীন, মোহতামিম, ইন্দিলপুর হামিউস সুন্নাহ মাদ্রাসা, শ্রীবরদী, শেরপুর।
১৫। মুফতি রফিকুল ইসলাম, মোহতামিম, দারুল উলুম দুখিয়া আলম মাদ্রাসা, গৌরীপুর, শেরপুর।
১৬। মাওলানা আব্দুর রাজ্জাক, মোহতামিম, ফাইক্কা নুসরাত মহিলা মাদ্রাসা, নবীনগর, শেরপুর।
১৭। মাওলানা মোঃ রুহুল আমীন, মোহতামিম, ফয়জুন নেছা মহিলা মাদ্রাসা, ঝিনাইগাতী, শেরপুর।
১৮। মাওলানাঃ খলিলু রহমান , মোহতামিম, কানাশাখলা মাদ্রাসা, শেরপুর
১৯। মাওলানা মোস্তফকা কামাল, মোহতামিম, রহিমাতুন নেছা মহিলা মাদ্রাসা, শেরপুর।
২০। মাওলানা মেরাজ উদ্দীন, বয়ড়া মাদ্রাসা, শেরপুর।
২১। মাওলানা মাহবুব মাজেদ রুবেল, শেরপুর।
২২। মাওলানা আনিছুর রহমান, রওজাতুল জান্নাত, শেরপুর।
২৩। মাওলানা সেকান্দর আলী, মোহতামিম, সিদ্দীকিয়া মহিলা মাদ্রাসা, ঝিনাইগাতী, শেরপুর।
২৪। মাওলানা আনোয়ারুল ইসলাম, শেরপুর।
২৫। মাওলানা মিজানুর রহমান, আল হেরা শ্রীবরদী, শেরপুর।
২৬। মাওলানা জমসেদ আলী, আয়েশা সিদ্দীকা মহিলা মাদ্রাসা, মালিঝিকান্দা, ঝিনাইগাতী, শেরপুর।
২৭। মোহতামিম, তিনানী বাজার মাদ্রাসা।
২৮। মাওলানা ফরিদ উদ্দীন, মোহতামিম তায়াক্কুলিয়া মাদ্রাসা, নালিতাবাড়ী, শেরপুর।
২৯। মাওলানা সুলতান মাহমুদ, ঝগড়ার চর, শ্রীবরদী
৩০। মাওলানা ফজলে রাব্বি, নালিতাবাড়ী
বেফাকের মান ক্ষুণ্ন হয়নি সম্মিলিত পরীক্ষায়