আওয়ার ইসলাম: নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে সন্দেহজনক কিছু না পেয়ে বাড়িটিতে তালা মেরে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র্যাব।
ঘটনাস্থলে দেখা গেছে, ‘জঙ্গি আস্তানা’টিতে তিনটি ঘর। ঘরে ছড়ানো-ছিটানো কিছু ইসলামি পুস্তক, মেসের মতো সিঙ্গেল চৌকি ও পড়ার টেবিল ও রান্নাঘরে তৈজসপত্র ছাড়া তেমন কিছু নেই।
অভিযান শেষে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান ব্রিফিংয়ে বলেন, ‘আমরা যাদের থাকার বিষয়ে খবর পেয়েছিলাম তাদের সবাই এখানে ছিল কিনা সে বিষয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে।
নরসিংদীর আটকা পড়াদের দাবি তারা জঙ্গি নয় মাদ্রাসা শিক্ষার্থী (ভিডিও)
এর আগে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ঐ বাড়িটিতে আটকে পড়াদের মধ্য থেকে আত্মীয় স্বজন ও সাংবাদিকদের ফোন দিয়ে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে কিনা সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে তারা বলে, বিশ্বাস করুন আমরা জঙ্গি নই, আত্মসমর্পণ বলুন আর যাই বলুন আমরা রাজি আগে আমাদের এখান থেকে বের করুন। আমরা এখানে প্রাইভেট পড়তে এসেছি।
এসএস/