রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাদ: প্রবীণমুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর দাফন সম্পন্ন হছে।

আজ সকাল ০৯.৪৫ মিনিটে ময়মনসিংহ জেলা তারাকান্দা থানার অন্তর্গত বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গায় উনার নিজ গ্রাম সম্পন্ন হয়েছে।

দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়। উপস্থিত উলামাগণ দাফন পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

ফুলপুর গোদারিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আবদুল খালেক এর সঞ্চালনায় এতে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন মুফতি আহমদ আলী, মাওলানা লাবীব আবদুল্লাহ, মুফতি আবদুস সালাম, মালিবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহ, মরহুমের ছোট ভাই মুফতি তৈয়ব, মাওলানা নজরুল ইসলাম, মরহুমের ছেলে মাওলানা সাজিদ, মাওলানা দেলোয়ার, মাওলানা খায়রুল ইসলাম সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

মরহুমের জানাযা মালিবাগ জামিয়ায় গতকাল এশার নামাযের পর মালিবাগ মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ায় নিজ গ্রামে আর জানাযা হয়নি।

এ নিয়ে এলাকাবাসীর মাঝে আক্ষেপ লক্ষ করা গেলে, বৃহত্তর ময়মনসিহের প্রবীন আলেমেদ্বীন ময়মনসিংহের মিফতাহুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি আহমদ আলী এলাবাসীর উদ্দেশ্যে বলেন, জানাযা ফরযে কেফায়া এটা একবারিই পড়তে হয়,২য় জানাযার কোন নিয়ম নেই। তাই দ্বীনের জন্য আমরা নিজেদের ইচ্ছা কে মিটিয়ে দিব। দাফনের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ