নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত চার খুন মামলায় ২৩ আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়।
গত ৪ মে এ মামলার প্রধান আসামি আবুল বাশার কাশুসহ ১৯ জনকে কারাগারে পাঠিয়ে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিল আদালত। এ মামলায় মোট ২৩ আসামির মধ্যে চারজন পলাতক রয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের ১২ মার্চ আড়াইহাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করে গোপালদী এলাকার প্রভাবশালী আবুল বাশার কাশু ও তার লোকজন।
এসএস/