শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আবারও সোনার দামে রেকর্ড ডেমরা যাত্রাবাড়ীর ৬০০ শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা প্রদান কিশোরগঞ্জ নিকলীর হিলচিয়া মাদরাসা থেকে ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’

লালমনিরহাটে অপরহরণের ৬৫ দিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপহরণের ৬৫ দিন পর এক মাদরাসার ছাত্রীকে উদ্ধার করেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ। গত ৩০ মার্চ শেরপুর সদর উপজেলান বরুন্তর দাখিল মাদরাসার  এক ছাত্রী মাদরাসা যাওয়ার পথে অপহৃত হয়।

পুলিশ অপহরণকারী ফরিদুল আলমকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে অপহরণকারী ফরিদুল আলমকে পুলিশ লালমনিরহাট আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃত  অপহরণকারী ফরিদুল আলম কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতার পাটোয়াটারী গ্রামের ইউনুস আলীর ছেলে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) রাজু আহম্মেদ গণমাধ্যকে জানান, উপজেলার দলগ্রাম ইউনিয়নের বরুন্তর দাখিল মাদরাসার এক ছাত্রীকে  গত ৩০ মার্চ মাদরাসা যাওয়ার পথে অপহরণ করে ফরিদুল আলম। এরপর মেয়ের বাবা অহেদুল ইসলাম বাদি হয়ে ৬ এপ্রিল কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মাদরাসার ছাত্রীর বাবা আহেদুল ইসলাম জানান, মাদরাসা ছুটি হওয়ার পর তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় অজানা গন্তব্যে। পরে মামলাটি আমলে নিয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শেরপুর সদর থানার শেখহাতি এলাকা থেকে গত ১৫ মে রাতে  অপহরণকারী ফরিদুলকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় অপহৃত মাদরাসা ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শেরপুর জেলা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ