শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

লালমনিরহাটে অপরহরণের ৬৫ দিন পর মাদরাসা ছাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপহরণের ৬৫ দিন পর এক মাদরাসার ছাত্রীকে উদ্ধার করেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ। গত ৩০ মার্চ শেরপুর সদর উপজেলান বরুন্তর দাখিল মাদরাসার  এক ছাত্রী মাদরাসা যাওয়ার পথে অপহৃত হয়।

পুলিশ অপহরণকারী ফরিদুল আলমকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে অপহরণকারী ফরিদুল আলমকে পুলিশ লালমনিরহাট আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তারকৃত  অপহরণকারী ফরিদুল আলম কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতার পাটোয়াটারী গ্রামের ইউনুস আলীর ছেলে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) রাজু আহম্মেদ গণমাধ্যকে জানান, উপজেলার দলগ্রাম ইউনিয়নের বরুন্তর দাখিল মাদরাসার এক ছাত্রীকে  গত ৩০ মার্চ মাদরাসা যাওয়ার পথে অপহরণ করে ফরিদুল আলম। এরপর মেয়ের বাবা অহেদুল ইসলাম বাদি হয়ে ৬ এপ্রিল কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মাদরাসার ছাত্রীর বাবা আহেদুল ইসলাম জানান, মাদরাসা ছুটি হওয়ার পর তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় অজানা গন্তব্যে। পরে মামলাটি আমলে নিয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শেরপুর সদর থানার শেখহাতি এলাকা থেকে গত ১৫ মে রাতে  অপহরণকারী ফরিদুলকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় অপহৃত মাদরাসা ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শেরপুর জেলা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ