শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


১২ শত ছাত্রের মাথায় সম্মাননার পাগড়ি দিলো যাত্রাবাড়ি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ১৩ মে শনিবার যাত্রাবাড়ী জামি’আ ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া’য় খতমে কুরআন ও খতমে বুখারি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১২ শত ছাত্রের মাথায় সম্মননা পাগড়ি তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে কুরআন ও বুখারির দরস দান ও দোয়া পরিচালনা করেন আল্লামা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মামুনুল হক, মাওলানা মোবারকুল্লাহসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের শহীদুল হক।

অনুষ্ঠান শেষে ১২ শত শিক্ষার্থীর মাথায় সম্মাননার পাগড়ি তুলে দেন আল্লামা মাহমুদুল হাসান। যাদের মধ্যে এক হাজার ছাত্র এবার দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন এবং তাখাসসুসাত ও হিফজ বিভাগ থেকে সম্মাননা পাগড়ি লাভ করে বাকি দুইশো ছাত্র।

খতমে বুখারিতে যাত্রাবাড়ী মাদরাসার ব্যতিক্রম আয়োজন

যাত্রাবাড়ী মাদরাসার খতমে বুখারি ১৩ মে

খতমে বুখারি উপলক্ষে ছাত্র-শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। চলছে ব্যাপক প্রস্তুতি। এবার ছাত্ররা দুটি ডায়েরি, একটি বই ও একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে।

প্রতিবারের মতো এবারও বুখারি খতমের দিন রোজা রাখবেন তাকমিলের ছাত্রবৃন্দ।

-এআরকে

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ