কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। সারা দেশের ২১৫টি কেন্দ্রে ১৯ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন এ পরীক্ষায়।
দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণার পর প্রথমবারের মতো এ পরীক্ষা আজ শুরু হয়েছে।
স্বীকৃতিপ্রাপ্ত আল হাইআতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে সম্মিলিত ৬ বোর্ডের অধীনে মোট ১৯ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী এ বছর দাওরায়ে হাদিসের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ২৯৮ এবং নারী ৪ হাজার ৯৫ জন।
জানা যায়, ১৯৩৯৩ জন শিক্ষার্থীর মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১১১৯১ পুরুষ, ৩৭৫২ নারী। চট্টগ্রামের ইত্তেহাদের অধীনে ১০০৭ পুরুষ ও ৩৭ জন নারী। সিলেটের আযাদ দ্বীনি এদারা’র অধীনে ১০৫০ পুরুষ, ১২৭ জন নারী। গওরডাঙ্গার বোর্ডের অধীনে ৪৭৫ পুরুষ, ১৪৫ নারী। উত্তরবঙ্গ তানযীমের অধীনে ১১২৬ পুরুষ, ০ নারী। জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৪৯ পুরুষ, ৩৪ নারী।
রাজধানীর কয়েকটি কেন্দ্রে আওয়ার ইসলামের প্রতিনিধিরা রয়েছেন। সেখানকার অবস্থা জেনে কিছুক্ষণের মধ্যে বিস্তারিত রিপোর্ট জানাবেন।
বিস্তারিত জানার জন্য সঙ্গেই থাকুন...