নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলতি মাসেই হাইকোর্টে শুরু হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তির শুনানির জন্য মামলার নথি হাইকোর্টে প্রেরণ করেন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চে কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে গত রবিবার বিজি প্রেস থেকে মামলার পেপারবুক হাইকোর্টে পৌছায়। এরপর প্রধান বিচারপতি মামলাটির শুনানির জন্য হাইকোর্টে পাঠান।
সাত খুন মামলায় র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করে নারায়নগঞ্জ দায়রা আদালত। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
এসএস