গাজিপুর: নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে গাজীপুরের কাপাসিয়ায় সালদৈ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাজুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা।
মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মোখলেছ মোল্লা অভিযোগ করে বলেন, সম্প্রতি অধ্যক্ষ ওই প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষক কর্মচারি নিয়োগের জন্য উৎকোচ গ্রহণ করে অনিয়ম, দুর্নীতি করেছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা জারির পর পূর্ববর্তী তারিখে পত্রিকায় ভুয়া বিজ্ঞাপন প্রকাশ দেখিয়ে মোটা অংকের টাকা নিয়েছেন। এজন্য তিনি গভর্নিং বডির সদস্যদের স্বাক্ষর জাল করে নিয়োগের রেজ্যুলেশন লিখেছেন।
এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেছেন। অধ্যক্ষ নিজেই ভুয়া অভিজ্ঞতা সনদ দিয়ে চাকরি নিয়েছেন। তিনি নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল (গাবতলী) মাদরাসায় এবতেদায়ি প্রধান পদে চাকরি করলেও অভিজ্ঞতা দেখিয়েছেন প্রভাষক পদের। এসব বিষয়ে শিক্ষা অধিদপ্তরের ডিজি বরাবরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এ কারণে ক্ষুব্দ শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় মাদ্রাসায় উক্ত অধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে অধ্যক্ষ তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
যাদের এখন স্কুলের বয়স, তারাই ধর্ষণ ও খুনের আসামি